নতুন নির্বাচন কমিশন জনগণের আশা পূরণে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সাক্ষাতের বিষয় সংক্রান্ত এক সংবাদ বিফ্রিঙে সাংবাদিকদের প্রশ্নের জবা্বে দলের স্থায়ী কমিটির সদস্য এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, এটা (নতুন নির্বাচন কমিশনের শপথ) একটা ভালো পদক্ষেপ যেটা সকলের প্রত্যাশা ছিলো। এই যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনেররোড ম্যাপ কি… কবে নির্বাচন হবে… দেশি-বিদেশি স্ট্যাকহোল্ডাররা সবাই তো অপেক্ষাকরছে।
আজকের শপথ নিশ্চয় একটা ভালো পদক্ষেপ… ভালোম্যাসেজ যাবে। তবে শপথ নেয়ার পরবর্তি কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা আশা করি, জনগনের প্রত্যাশা পুরণে সফল হবে, একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের এগিয়ে যাবে …সেই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য।”তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাতে প্রসঙ্গ টেনেআমীর খসুর বলেন, ‘‘ তুরস্কের রাষ্ট্রদূতের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। নির্বাচনকবে তারা এটা জানতে চেয়েছে। সবাই তো চাচ্ছে একটা ট্রানজিশন করে ডেমোক্রেটিকঅর্ডারে বাংলাদেশ কবে যাবে এই অপেক্ষায় তো সবাই আছে, বলে জানান তিনি।
তিনি বলেন, আমি আগেও বলেছি, দেশের ভেতরে ও দেশের বাইরেস্ট্যাক হোল্ডাররা সবাই অপেক্ষা… আগামীদিনের বাংলাদেশ নিয়ে যাদের চিন্তাআছে,প্ল্যান আছে, যাদের বাংলাদেশে বিনিয়োগের বিষয় আছে তারা অপেক্ষা করছে কবে একটাপিসফুল ট্রান্সফামার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকারও সংসদ হবে… যারা জনগনের কাছে দায়বদ্ধ থাকবে, জনগনের কাছে জবা্বদিহি থাকবে এবং যারকারণে আগামী দিনের জন্য যেসব স্ট্যাকহোল্ডাররা অপেক্ষা করছেঝ তারাও সিদ্ধান্ত নিতেপারে।
রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে প্রধানবিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দীনকে শপথ পড়ান। এরপর চার নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান তিনি । শপথ নেওয়া চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো.আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেকযুগ্ম সচিব তহমিদা আহ্মদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন