ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নুরাল পাগলের মাজার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:৫৯ পিএম
গ্রেপ্তার মো. মিজানুর রহমান। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজার থেকে জেনারেটর চুরির অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে হামলা ও ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতা লুটপাট চালায় এবং মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে পুড়িয়ে দেয়। তখন এক ব্যক্তিকে জেনারেটর চুরি করে নিয়ে যেতে দেখা যায়। ওই মুহূর্তের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে ভিডিও ফুটেজ দেখে পুলিশ মিজানুর রহমানকে শনাক্ত করে। তাকে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।