ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আগামীকাল আইসিসির বার্ষিক সভা, উঠে আসবে যেসব বিষয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:১৫ পিএম
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভা বসছে আগামীকাল বৃহস্পতিবার। এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে পিটিআই। 

সভায় আলোচনা হবে নতুন অ্যাসোসিয়েট সদস্য অন্তর্ভুক্তি, টেস্ট ক্রিকেটে দুই স্তরের প্রস্তাব এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও বড় করার সম্ভাবনা নিয়ে।

বর্তমানে আইসিসির ৯৬টি অ্যাসোসিয়েট দেশ রয়েছে। ২০১৯ সালে ‘আইসিসির সদস্যপদ নীতিমালার ধারাবাহিক লঙ্ঘন ও তা সংশোধনে ব্যর্থতা’র কারণে জাম্বিয়াকে সদস্যপদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। 

এবার সেই জাম্বিয়াকেই পুনরায় অ্যাসোসিয়েট সদস্য হিসেবে ফিরিয়ে আনার প্রস্তাব উঠেছে।

সঙ্গে প্রথমবারের মতো আইসিসির সদস্যপদ পেতে যাচ্ছে ইস্ট তিমুর (পূর্ব তিমুর)। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ছোট্ট দেশটি এবার ক্রিকেটের মূলধারায় যুক্ত হলে এশিয়ার সদস্যসংখ্যাও বাড়বে।

টেস্ট ক্রিকেটে দুই স্তরের প্রস্তাব

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) দুই বছরব্যাপী একটি চক্রে ৯টি পূর্ণ সদস্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তবে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) অনেকদিন ধরেই টেস্ট ক্রিকেটে দুই স্তরের একটি কাঠামোর পক্ষে। 

এ প্রস্তাব অনুযায়ী, শীর্ষ দলেরা প্রথম স্তরে খেলবে, আর স্বীকৃত টেস্ট খেলা অ্যাসোসিয়েট দেশগুলো থাকবে দ্বিতীয় স্তরে। পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলো উঠে আসবে বা নিচে নেমে যাবে।

এ প্রস্তাব নিয়ে আলোচনা হলেও চলমান টেস্ট চক্র ২০২৭ সালে শেষ না হওয়া পর্যন্ত বাস্তবায়নের সম্ভাবনা কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নেয়। তবে ইতালি, জার্মানি, ইউএসএসহ নতুন দেশগুলোর উদীয়মান পারফরম্যান্স আইসিসিকে আশাবাদী করেছে। 

সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪টি দলকে সুযোগ দেওয়ার প্রস্তাব উঠছে এবারের সভায়।