ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৩৩ রান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:০৭ পিএম
ছবি- সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে পরাজয়, দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ১-১ সমতায় জমে উঠেছে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচে টস জিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রান সংগ্রহ করে আসালঙ্কার দল।

আজ বুধবার সিরেজর শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

টস হেরে বল হাতে তুলে নেয় টাইগাররা। খেলার প্রথম ওভার থেকেই উইকেট নিয়ে শ্রীলঙ্কা চেপে ধরে বাংলাদেশ। দলীয় ১৪ রানের মাথায় দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে আউট করে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম।

তার পরের ওভারে বল হাতে হাজির হন মেহেদী। প্রথম ওভারে পেয়ে যান উইকেটের দেখা। কুশল পেরেরাকে দিয়ে খুলেন উইকেটের খাতা।

বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে উজ্জল ছিলেন তরূণ স্পিনার শেখ মেহেদী। তার চার ওভারে শেষ হয়ে শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ। চার ওভারে ১ মেইডেনসহ তুলে নেন ৪ উইকেট।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে পাথুম নিসাঙ্কা ও  শানাকা  ছাড়া কেউই পাননি রানের দেখা। আউট হওয়ার আগে ৩৯ বলে ৪ চারে ৪৬ রান সংগ্রহ করে নিসাঙ্কা।

শেষ ওভারে ২২ রানে শানাকার ব্যাটে ভর করে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসাঙ্কা ৩৯ বলে ৪৬ রান, কুশল মেন্ডিস ৪ বলে ৬ রান, কামিন্দু মেন্ডিস ১৫ বলে ২১ রান, দাসুন শানাকা ২৫ বলে ৩৫ রান।

বাংলাদেশর হয়ে বল হাতে এদিন খরুচে বল করেন টাইগার পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৫০ রানের বিনিময়ে তুলে নেন ১ উইকেট।

শেখ মেহেদীর ৪ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন পাটোয়ারি।