ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

কলম্বোতে বল হাতে মেহেদীর ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৮:৩৯ পিএম
শেখ মেহেদী। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদীর বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা।

বুধবার (১৬ জুলাই) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চারিথ আসালঙ্কা। ব্যাট হাতে শুরুতেই বিধ্বংসী হয়ে ওঠার চেষ্টা করে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস।

তবে তাদের এই বিধ্বংসী রূপ ছিল মাত্র ৫ বল পর্যন্ত সীমাবদ্ধ। খেলার মোড় ঘুরে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে, শরিফুলকে ছক্কা হাঁকাতে গিয়ে সাজেঘরের পাথ ধরেন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস।

তারপর থেকেই শুরু হয় শেখ মেহেদীর ঘূর্ণি—একের পর এক উইকেট নিয়ে দিশেহারা করে তুলেন শ্রীলঙ্কাকে। মেহেদী এ দিন চার ওভার বল করে ১ মেইডেনসহ তুলে নেন ৪ উইকেট।

মেহেদীর শিকারের তালিকায় ছিলেন পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল এবং লঙ্কান অধিনায়ক আসালঙ্কা।

এর আগে মেহেদী হাসানের মিরাজের জায়গায় শেষ ম্যাচে একাদশে জায়গা পান এই ডানহাতি স্পিনার।

দলে জায়গায় পেয়েই কলম্বোতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদী।