ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০১:৩২ পিএম
মৃত মোজাহেদুল হক। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় আসফান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম মোজাহেদুল হক (৪০)। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহেদুল হকের বাড়ি যশোর জেলার কতোয়ালী থানার লেবুতার সারান্দার বাসিন্দা ওমর আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আসফানে এশার নামাজের পর সুপার মার্কেট থেকে বাজার করে রাস্তা পারাপার হবার সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোজাহেদ।

মোজাহেদুল হকের ভাইরা হাসান জানান, দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব আসেন, আসার পর বিভিন্ন স্থানের চাকরির করেন, কিছুদিন আগেই আমার কাছে আসে একটা কোম্পানির কাজের ব্যাপারে কথা বলতে, কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস, তার আগে সড়ক দুর্ঘটনায় অকালে জীবনে চলে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে হিমশীতল ঘরে রাখা হয়ছে। 

সরকারের কাছে লাশ দেশে পাঠানোর অনুরোধ জানান মৃত মোজাহেদুল হকের পরিবার।