ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ওমানে বাংলাদেশি খুন, সন্দেহে প্রবাসী গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:৫৭ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। 

নিহত বাংলাদেশির পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। 

রয়্যাল ওমান পুলিশ জানায়, ওই ভারতীয় নাগরিককে তার ব্যক্তিগত গাড়িতে বিপুল পরিমাণ অ্যালকোহল পরিবহন ও পাচারের সময় আটক করা হয়েছে। 

ওমানে অ্যালকোহল পরিবহন ও পাচারের বিষয়ে কঠোর আইন রয়েছে এবং এই ধরনের অপরাধে গুরুতর শাস্তির বিধান রয়েছে।