সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং দেশের অর্থনীতির রূপকার এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপি বাহরাইনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় বাহরাইনের রিফা এলাকার করাচি রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় বিএনপি বাহরাইনের আহ্বায়ক মো. সোহেল আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো. রানা ও যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত আছিত।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সদস্য চিকন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আকবর আলী, যুগ্ম আহ্বায়ক জগলু আহমেদ, সদস্য আব্দুল করিম তালুকদার, সৈয়দ জাবের আহমেদ, মোফাজ্জেল হোসেন, মাসুম আহমেদ, মো. জেবলু আহমেদ মুন্না, মো. জাকির আহমেদ, মশাহিদ মিয়া, মো. রোমান, মো. হারুন মিয়াসহ নেতাকর্মীরা।
বক্তারা মরহুম এম সাইফুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে অসামান্য ভূমিকা রাখেন। ২০০৬ সালের ৮ জুন তিনি দেশের ১২তম বাজেট উপস্থাপন করেন। মন্ত্রী ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তিনি।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কুরিয়ালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
অনুষ্ঠান শেষে মরহুম এম সাইফুর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।