যুক্তরাজ্যের ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান। রোববার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় লন্ডনের হলিওয়েল সেন্টারে এই আয়োজন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
এটি ছিল সংগঠনের আয়োজিত তৃতীয় মেজবান, যেখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজনসহ প্রায় এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ.কে.এম. কায়সার। সহসভাপতি সরোয়ার জাহান ও ইফতেখার আলম রাহি অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন।
মেজবানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ড কাউন্সিলের কাউন্সিলর আগা ডিচটন, রাবি মার্টিন্স, নাইজেল বেল, আসিফ খান, শাম বেগম ও ওয়াটফোর্ড বরো কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সোহেল বশীর।
এছাড়াও অংশ নেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র ট্রাস্টি ব্যারিস্টার মনোয়ার হোসেন, আইওএন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ট্রাস্টি শওকত মো. টিপু, টিভি-২৪ বাংলা ও আইওএন টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘চাটগাঁইয়া গফ’-এর উপস্থাপক মো. মাসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম, কক্সবাজার, সীতাকুণ্ড, ফটিকছড়ি, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, যুক্তরাজ্যে চট্টগ্রামের মেজবান শুধুমাত্র একবেলা ভোজনের আয়োজন নয়, এটি প্রবাসী বাঙালিদের জন্য একটি আঞ্চলিক ঐতিহ্য ও মিলনমেলার উপলক্ষ। মেজবানের মূল আকর্ষণ ছিল সাদা ভাত ও গরুর মাংসের নানা পদ।
অনুষ্ঠান শেষে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেজবানে অংশগ্রহণকারী সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আপনার মতামত লিখুন :