বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৪:২৮ পিএম

পড়া মনে রাখার দোয়া ও আমল

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৪:২৮ পিএম

পড়া মনে রাখার দোয়া ও আমল

পড়ার টেবিলে শিশু। ছবি: সংগৃহীত

স্মৃতিশক্তি কিংবা মুখস্ত করার যোগ্যতা মহান আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। কেউ চাইলে যেমন কোনো কিছু স্মরণ রাখতে পারে না আবার চাইলে যে কেউ কোনো কিছু মুখস্ত রাখতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন।

পড়া মনে রাখার দোয়া ও আমল

উচ্চারণ : রব্বি জিদনি ইলমা। অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’  (ত্বা-হা : ১১৪) 

অপর দোয়াটি হলো- ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ 

উচ্চারণ : সুবহা নাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আ’লিমুল হাকিম।

বাংলা অর্থ : (হে আল্লাহ) আপনি পবিত্র! আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েছন (সেগুলো ছাড়া) নিশ্চয়ই আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। (সুরা বাকারা : ৩২)

হাদিসে এসেছে : মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনি জ্ঞান দান করেন।’ (বুখারি : ১/১৩৮৪)

আল্লাহ বলেন-

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ উচ্চারণ : কুল, হাল ইয়াছতাওয়িল্লাজিনা ইয়ালামু না ওয়াল্লাজিনা লা ইয়ার্’লামুন। অর্থ : বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? (সুরা জুমার : ৯) 

আল্লাহ আরও বলেন-

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ উচ্চারণ : ইয়ারফাউল্লাহুল্লাজিনা আউতুল ইলমা দারজাত। অর্থ : যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের আল্লাহ বহু মর্যাদায় উন্নত করবেন। (সুরা মুজাদালা : ১১) 

তিনি অন্য জায়গায় বলেন-

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ উচ্চারণ : ইন্নামা ইয়াখশাল্লাহু মিন য়িবা দিহিল উলামা। অর্থ : আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে। (সুরা আল ফাত্বের : ২৮)

কোরআন ও সুন্নাহর আলোকে পড়া মনে রাখার ৯ নীতিমালা:

১. আল্লাহর সাহায্য কামনা করা ২. নেক নিয়ত লালন করা ৩. আল্লাহর সামনে বিনয়ী হওয়া এবং সফলতার জন্য দোয়া করা ৪. একটি ন্যায়নিষ্ঠ অন্তর লালন করা ৫. মেধা, যা অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো ৬. উৎসাহ, পরিশ্রম ও লেগে থাকার মানসিকতা থাকতে হবে ৭. সর্বোচ্চ প্রয়াসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে ৮. একজন ভালোমানের শিক্ষকের সান্নিধ্যে থাকা এবং ৯. জ্ঞানার্জনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!