দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র, গোপালগঞ্জে ফ্যাসিস্ট দোসরদের সহিংসতা ও সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি এবং নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় কেডি মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শুরুর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় নওজোয়ান মাঠে। সেখান থেকে দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।