ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

‘ফ্যানস ফেভারিট প্লেয়ারের’ পুরস্কার জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:২০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

আল-নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও নিজের কিংবদন্তি ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি গৌরব। ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি লিগের ২০২৪-২৫ মৌসুমে জিতলেন ‘ফ্যানস ফেভারিট প্লেয়ার’ পুরস্কার।

সমর্থকদের ভোটে নির্ধারিত এই পুরস্কারটি সোমবার লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

রোনালদো পুরো মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি ১৫ বার ম্যাচসেরা (Player of the Match) নির্বাচিত হন। যা তার ধারাবাহিক পারফরম্যান্স এবং সৌদি ভক্তদের সঙ্গে তার গভীর সংযোগেরই প্রমাণ।

আক্রমণভাগে গোল, অ্যাসিস্ট এবং নির্ধারক মুহূর্তে উপস্থিতি—সবকিছু মিলিয়ে রোনালদো ২০২৪–২৫ মৌসুমেও প্রমাণ করেছেন, তিনি এখনো আল-নাসরের অপরিহার্য খেলোয়াড়।

তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আল-নাসরকে শীর্ষস্থানীয় অবস্থানে রাখতে সহায়তা করেছে।

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও রোনালদোর প্রভাব বিস্তৃত হয়েছে বিশ্বজুড়ে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার বাজারে সৌদি প্রো লিগের জনপ্রিয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণে বেড়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবে পা রাখার পর থেকেই রোনালদো দেশটির ফুটবলে নতুন যুগের সূচনা করেছেন।