ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মসজিদে হারামে আজ জুমার খুতবা দেবেন যিনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:৪৪ এএম
মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মু‍‍`আইকলি আল-বালাউই। ছবি- সংগৃহীত

মক্কার পবিত্র মসজিদে হারামে আজ (শুক্রবার ১২ সেপ্টেম্বর, ২০ রবিউল আওয়াল) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

শায়খ মাহির আল মুয়াইকিলি বিশ্বজুড়ে পরিচিত একজন খতিব, ইসলামি স্কলার ও শিক্ষাবিদ। তিনি কোরআনের তিলাওয়াত, গভীর জ্ঞান ও প্রাঞ্জল ভাষণের জন্য বিশেষভাবে সমাদৃত।

১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। যদিও তার মা-বাবা সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের বাসিন্দা ছিলেন। মদিনায় বেড়ে ওঠা শায়খ মাহির ছোটবেলা থেকেই ধার্মিক পরিবেশে বড় হন। শৈশবে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন এবং ইসলামী শিক্ষায় গভীর মনোযোগ দেন।

শিক্ষাজীবন শেষে তিনি মদিনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জটিল গণিতের সমস্যাগুলো সহজভাবে বোঝানোর জন্য জনপ্রিয়তা পান। শিক্ষকতার পাশাপাশি তিনি মদিনার বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন, যার ফলে নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস বজায় থাকে।

ব্যক্তিগত জীবনে শায়খ মাহির চার সন্তানের জনক। তার জীবন, কাজ এবং খুতবা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত।