শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:০৩ পিএম

ওয়েস্টিনে যেতে হলে পার্থ সাহেবদের ক্লিয়ারেন্স লাগবে: তুষার 

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:০৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার। ছবি- সংগৃহীত

‘কোনোরকম রাজনৈতিক অর্জন ছাড়াই পার্থ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন; কিন্তু গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে হাসিনা ও আওয়ামীমুক্ত করে নতুন সরকার গঠন করে সেই সরকারের দুইটা মিনিস্ট্রির মন্ত্রী হয়েও আসিফ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন না। যেতে হলে পার্থ সাহেবদের ক্লিয়ারেন্স লাগবে!’— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার।

শুক্রবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে সারোয়ার তুষার লেখেন, কোনোরকম রাজনৈতিক অর্জন ছাড়াই পার্থ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন; কিন্তু গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে হাসিনা ও আওয়ামীমুক্ত করে নতুন সরকার গঠন করে সেই সরকারের দুইটা মিনিস্ট্রির মন্ত্রী হয়েও আসিফ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন না। যেতে হলে পার্থ সাহেবদের ক্লিয়ারেন্স লাগবে। আগে ক্যান্টিনে ভাত খুঁজত, আর এখন ওয়েস্টিনে হাঁস খোঁজে—যেন এর মাঝখানে কিছু ঘটে নাই, যেন মধ্যবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র থেকে ছাত্রনেতা হয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার রূপকথার মতো অসাধারণ বীরত্ব নাই। 

তিনি লেখেন, পার্থ সাহেব কি জানেন না দুইটা মিনিস্ট্রির রানিং মন্ত্রী এক-আধবার চাইলে ওয়েস্টিনে নাশতার বিল এফোর্ড করতে পারেন? জি, জানেন। তাহলে তার সমস্যা কোথায়? তার সমস্যা হলো তিনি মানতে পারছেন না কোনোরকম পারিবারিক লিগ্যাসি ছাড়া একজন ছাত্রনেতা বাংলাদেশের মন্ত্রী হয়েছেন। 

তুষার লেখেন, ‘বাংলাদেশের সাধারণের ছেলেমেয়েরা কেন রাষ্ট্র চালাবে? রাষ্ট্র চালাবেন পার্থ সাহেবের বাবা এবং সেই পারিবারিক সূত্রে পার্থ সাহেব। জি, পার্থ সাহেব, আপনাদের রাজনীতি সফল হলে, এবারই আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারতেন। কিন্তু সফল হয়েছে আসিফদের রাজনীতি। তাই তিনি মিনিস্ট্রি চালাচ্ছেন। তাদের অর্জনের ওপর ভর করে শীঘ্রই আপনিও রাষ্ট্র ক্ষমতার কানাকড়ি পেলেও পেতে পারেন। অপেক্ষা করুন।’ 

তিনি লেখেন, ‘আপনারা তো চান বারবার নব্বই ঘটুক, তাই না? ছাত্রদের বুকের ওপর ট্রাক উঠিয়ে দিক সামরিক স্বৈরাচার; হেলিকপ্টার থেকে গুলি করুক ফ্যাসিবাদী গণহত্যাকারী। ছাত্রদের আন্দোলন ও গণঅভ্যুত্থানে পতন ঘটুক স্বৈরাচার ও ফ্যাসিবাদের; তারপর ছাত্ররা কুচকাওয়াজ ও সানাই বাজাতে বাজাতে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা দিয়ে দিক!’ 

সারোয়ার তুষার লেখেন, ছাত্ররা কেন ক্ষমতার হিস্যা বুঝে নেবে! তারা আজীবন ক্যান্টিনের পাতলা ডাল খাবে আর গণরুমের নির্যাতনের শিকার হবে। আর ক্ষমতার মসনদে যাবেন রাজনীতিবিদ ও তাদের সন্তানরা!

এনসিপির এই নেতা লেখেন, ‘পার্থ সাহেব, আপনার বক্তব্যের জন্য আপনি শরমিন্দা হন। আপনার বক্তব্যে দগদগে শ্রেণিঘৃণা। কিন্তু আপনাদের শ্রেণি উত্তরণ কীভাবে ঘটল, সেইটা যদি ঘাঁটাঘাঁটি শুরু হয়, তাহলে বড় অপ্রিয় সত্য বের হয়ে আসে। এ কারণে কোনো এক জ্ঞানী বলেছেন: Those who live in glass houses, should not throw stones at others.’

রূপালী বাংলাদেশ

Link copied!