আগুন নিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে মারাত্মক দগ্ধ হয়ে মৃত্যুশয্যায় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০)। আল আমিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই অবস্থার সম্মুখীন হয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর এখলাস উদ্দিন।
সম্প্রতি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়। একটুর জন্য তিনি বেঁচে গেছেন।
তবে এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও বানিয়েছেন, যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।
এর আগে, শুক্রবার সকালে শীতকালীন কন্টেন্ট তৈরি করার জন্য চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনের অত্যাধিক তাপে তার শরীর দগ্ধ হয়ে যায়।
তার সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের তাপে তার শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন