রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০২:০৮ পিএম

লামিয়া মোর্শেদ ও দুই দূতকে ঘিরে প্রকাশিত সংবাদে প্রেস সচিবের প্রতিবাদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০২:০৮ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।    ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং তার বোন হোসনা সিদ্দিকীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার (১৫ নভেম্বর) শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, দৈনিক মানবজমিন যে সংবাদ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, প্রতিবেদনে বলা হয়েছে তিনজনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পেশাদার কূটনীতিকদের ‘বলিদান’ দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অমূলক ও কল্পনাজনিত।

শফিকুল আলম অভিযোগ করেছেন, প্রতিবেদনে রাষ্ট্রদূতের সম্মানজনক পদকে অবমাননাকরভাবে ‘মাখন খাওয়া’ বা ‘গাছেরটা খেয়ে তলারটা কুড়ানো’–এর মতো উপমার সঙ্গে তুলনা করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের ভাষা প্রয়োগ ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে ব্যক্তিগত বিদ্বেষ ও উদ্দেশ্যপ্রণোদিত মানসিকতার প্রতিফলন।

প্রেস সচিব আরও জানান, লামিয়া মোর্শেদ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালে মানবজমিন দাবি করেছে যে তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক আলোচনার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে শফিকুল আলমের মতে, সেই দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।

শেষে তিনি মানবজমিনের প্রতি আহ্বান জানিয়েছেন, উক্ত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করা হোক।

রূপালী বাংলাদেশ

Link copied!