বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৩:৪৪ পিএম

হৃদরোগে আক্রান্তদের সহায়তা করা তামিম নিজেই এখন হৃদরোগী!

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৩:৪৪ পিএম

হৃদরোগে আক্রান্তদের সহায়তা করা তামিম নিজেই এখন হৃদরোগী!

ছবি: সংগৃহীত

একসময় যে মানুষটি হৃদরোগে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন নিঃস্বার্থভাবে, যার সহায়তায় বেঁচেছিল অনেক প্রাণ, আজ সেই মানুষটি নিজেই শুয়ে আছেন হাসপাতালের বেডে। যে মানুষটি আজ সকালেও সতীর্থদের সঙ্গে মেতেছিলেন হাসি-ঠাট্টায়, সেই মানুষটিই এখন যেন প্রায়ই নীরব।

বলছিলাম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথা।

সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। পরবর্তীতে জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে।

জানা গেছে, এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, তামিম ইকবাল একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রথমে হাসপাতালে আসার পর তিনি ছেড়ে চলে যান, কিন্তু পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে পুনরায় ভর্তি হন। তাকে ১৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়। তিনি তখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং বর্তমানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন।

যদিও তামিমের জ্ঞান ফিরেছে, তবুও হঠাৎ করেই তামিমের এমন আচমকা অসুস্থতার খবরে যেন দেশের ক্রিকেটাঙ্গনে কালো ছায়া নেমে এসেছে। ইতোমধ্যেই সাবেক এই অধিনায়কের দ্রুত সুস্থতাও কামনা করছেন তার ভক্তরা। আর ভক্তদের মতোই তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সাবেক ও বর্তমান সতীর্থরাও।

ফেসবুকে এক পোস্টে তামিমের সুস্থতা কামনা করে মাশরাফি বলেন, মহান আল্লাহ তোর প্রতি সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।

এদিকে তামিমের সুস্থতা কামনা করে লিটন ফেসবুকে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠুন তামিম ভাই। আপনার জন্য আমাদের দোয়া।

তামিমের সুস্থতা কামনা করেছেন মেহেদী হাসান মিরাজও। তিনি ফেসবুকে লিখেন, হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।

এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তামিম। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, ‘জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।’

এর আগে, তামিমের পেজ থেকে এডমিনের বরাতে একটি পোস্টে বিস্তারিত জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

আরবি/এফআই

Link copied!