বাংলাদেশে আজ উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করছেন। যার হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সাথে ঈদ উদযাপনের ছবি শেয়ার করছেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা।
ক্রিকেটারদের পাশাপাশি ফুটবলাররাও উপভোগ করছেন ঈদের ছুটি। গত সপ্তাহে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। এ ম্যাচের পর থেকেই ছুটিতে আছেন জামাল ভূঁইয়ারা।
তবে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের যে ঈদ উপভোগ করার সুযোগ নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প।
সূত্র বলছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ নারী ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছ। তবে আগামীকাল আবার আবারও ক্যাম্পে যোগ দিতে হবে তাদের। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। ১৭ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, এবারের নারী বিশ্বকাপ বাছাইপর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বাছাইপর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন