ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

বৃষ্টিতে ভেসে গেল হায়দ্রাবাদের প্লে-অফ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:২১ এএম
বৃষ্টিতে ভেস্তে গেল হায়দ্রাবাদ বনাম দিল্লির ম্যাচ ।। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টিকে থাকতে হলে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে হবে-এমন সমীকরণে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ। যেখানে দিল্লিকে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে আটকে জয়ের স্বপ্ন দেখতে থাকে হায়দ্রাবাদ। তবে বেরসিক বৃষ্টি তাদের সে স্বপ্নকে ভাসিয়ে দিয়েছে।

সোমবার (৫ মে) দিনের একমাত্র ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি দুই দল। এতে আনুষ্ঠানিকভাবে প্লে-অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল হায়দ্রাবাদ।

আইপিএলে ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে হায়দ্রাবাদ। তাদের বাকি আছে আর দুই ম্যাচ। এই ম্যাচগুলো জিতলেও ১৪ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয় হায়দ্রাবাদের।

এদিন টস জিতে আগে বোলিং সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দিল্লি। কামিন্সের বাউন্সার সামলাতে ব্যর্থ হন করুণ নায়ার।

পাওয়ার-প্লে’তে ২২ গজে আগুন ছড়ায় হায়দ্রাবাদের বোলাররা। এসময়ের মধ্যে দিল্লি টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাক পড়ে।

এরপর দিল্লির হাল ধরার চেষ্টা করেন করেন ট্রিস্টান স্টাবস এবং বিপরাজ নিগম। তবে ৩৩ রানের জুটি হওয়ার পর স্টাবসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন বিপরাজ।

৬২ রানে ৬ উইকেট হারানোর পর দিল্লির চাপ সামাল দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আশুতোষ। তার ২ চার আর ৩ ছক্কায় ৪১ রানের ইনিংসেই শেষ পর্যন্ত ১০০ পার করে দিল্লি।

দিল্লির এমন ব্যাটিং ব্যর্থতার পর হানা দেয় বৃষ্টি। ফলে হায়দ্রাবাদের ইনিংসে আর কোন বলই মাঠে গড়ায়নি। এতে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।