ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ভাগ্য নির্ধারণী ম্যাচে মুখোমুখি বার্সা-ইন্টার

রবিন দাস
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা সাক্ষী ছিলেন ছয় গোলের রোমাঞ্চকর দ্বৈরথের। ঘরের মাঠে ইন্টার মিলানের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৩-৩ ড্র করেছিলেন লামিন ইয়ামালরা।

ফুটবলের এমন আরেকটি রোমাঞ্চের ম্যাচ দেখা যেতে আজ রাতেই। সান সিরোতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। আজকের লড়াইয়ে যারাই জিতবে, তারা মিউনিখে অনুষ্ঠিত চলতি আসরের ফাইনালে পৌঁছে যাবে। অন্যথায় বৃথা যাবে পুরো আসরের দুর্দান্ত পারফরম্যান্স।

পুরনো পরিচিত দুই দৈত্য

বার্সেলোনা ও ইন্টার মিলান—ইউরোপের দুই প্রান্তের এই দুই দলের মধ্যে রয়েছে পুরোনো প্রতিদ্বন্দ্বিতা। ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের নাটকীয়তায় ভরা ম্যাচে পেপ গার্দিওলার বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ইন্টার মিলান।

এরপর কেটে গেছে অনেকগুলো বছর। পাল্টে গেছে অনেক কিছুই। তবে এই দুই দলের মধ্যকার ম্যাচের উত্তেজনা এখনও একটুও বদলায়নি। যা দেখা গিয়েছিল প্রথম লেগেই।

প্রথম লেগের গল্প: গোল বন্যা আর নাটকীয়তায় ভরা এক ম্যাচের সাক্ষী ফুটবল বিশ্ব

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবলের নিদর্শন দেখা গিয়েছিল গত সপ্তাহে। ম্যাচের ২০ মিনিটের মধ্যে বার্সার দুই গোলে পিছিয়ে যাওয়া আর সেখান থেকে লামিন ইয়ামালের নৈপুণ্যে দুর্দান্ত প্রত্যাবর্তনের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ফলাফল রেখে ম্যাচ শেষ হয়, যা আজকের লড়াইকে করেছে আরও কঠিন এবং অনিশ্চিত।

ইনজুরি আপডেট: কারা থাকছেন, কারা মিস করবেন?

সান সিরোতে দ্বিতীয় লেগের এই দ্বৈরথের আগে বার্সা শিবির অনেকটাই চাপমুক্ত থাকবে। কারণ সুস্থ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন রবার্ট লেভানডভস্কি। যদিও শুরুর একাদশে হ্যান্সি ফ্লিক তাকে রাখবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

তবে লেভানডভস্কি ফিরলেও বার্সার জন্য বড় দুঃসংবাদও আছে। কারণ দলের গুরুত্বপূর্ণ সদস্য জুলিয়াস কুন্দ্রেকে পাচ্ছে না কাতালান শিবির। তাছাড়া ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন বালদেও।  

ইন্টার শিবিরেও অবশ্য ম্যাচের আগে খুব একটা স্বস্তি নেই। এক দিকে ইয়ামালকে নিয়ে আতঙ্ক। অন্য দিকে চোটের কারণে লাউতারো মার্তিনেজ ও বাজাঁমা পাভারের খেলা নিয়ে সংশয় বাড়ছে।  

ইয়ামাল বনাম দুনিয়া

মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলে ঝড় তুলেছেন বার্সার লামিন ইয়ামাল। তার পায়ের জাদু দেখে প্রশংসা করছেন সমর্থক থেকে প্রতিপক্ষ কোচও। ইন্টারের কোচ ইনজাগি এরই মধ্যেই জানিয়েছেন, ‘ইয়ামাল যেন বল না পায়, সেটাই আমাদের পরিকল্পনার মূল। কারণ বল পেলেই সে কিছু একটা করে ফেলে।’

কৌশলগত লড়াই: কে এগিয়ে?

হ্যান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পরেই আমূল পরিবর্তন হয়েছে দলটির। তার ‘ব্যাক লাইন’ কন্ট্রোল কৌশলে ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবও।

তবে আজ ফ্লিকের সামনে অপেক্ষা করছে এক নতুন চ্যালেঞ্জ। যেহেতু রক্ষণভাগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আজ তিনি পাচ্ছেন না তাই ইন্টারের আক্রমণ ঠেকাতে বেশ ঘাম ঝড়াতে হতে পারে তার।

এদিকে ইন্টারের দিক থেকে ইনজাগির পরিকল্পনা থাকবে প্রেস করে বার্সার মিডফিল্ড ভাঙা, এবং প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করা। তাছাড়া সান সিরোর দর্শকদের সমর্থন ইনজাগিকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

সান সিরোর বাতাসে ছড়িয়ে থাকবে উত্তেজনা, প্রত্যাশা এবং হয়তো কষ্টের কান্নাও। কিন্তু ফুটবলপ্রেমীরা নিশ্চিতভাবেই পাবেন এক অবিস্মরণীয় রাত। সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ হতে যাচ্ছে ‘ইউ মিস আই হিট’ ধরনের একটি লড়াই।

সম্ভাব্য একাদশ:

বার্সেলোনা (৪-৩-৩):

সেজনি, এরিক গার্সিয়া, আরাউহো, পাউ কুবার্সি, ইনিগো মার্তিনেজ, ডি জং, পেদ্রী, লামিন ইয়ামাল, অলমো, রাফিনহা, লেভানডভস্কি।

ইন্টার মিলান (৩-৫-২):

ইয়ান সোমার, ইয়ান বিসেক, ফ্র্যানসেস্কো অ্যাসেরবি, আলেসান্দ্রো বাস্তনি, ডামফ্রিস, মিকেতেরিয়ান, কালহানেগু, বারেল্লা, ডিমারকো, থুরাম, লাউতারো মার্তিনেজ।