ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

মোহাম্মদ শামিকে খুনের হুমকি

এফ এ শাহেদ 
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১১:৫৭ এএম
ভারতীয় পেসার মোহাম্মদ শামি ।। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন হুমকি পেয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ গৌতম গম্ভীর। এবার খুনের হুমকি দেওয়া হলো ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে।

রোববার (৪ মে) ইমেইলের মাধ্যমে তাকে এই হুমকি পাঠানো হয় বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে শামির পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদ শাসির ভাই মোহাম্মদ হাসিব উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ৩০৮ (৪) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ও ৬৬ই ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজপুত সিন্দার নামক এক ব্যক্তির আইডি থেকে এই হুমকি দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি শামির পরিবারের কাছে সম্পূর্ণ অচেনা। তবে ঠিক কী কারণে এই হুমকি দেওয়া হলো, সে বিষয়েও তারা নিশ্চিত নয়।

চলতি আইপিএলে মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন তিনি। এর আগে ভারতের জার্সিতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন এই মুসলিম ক্রিকেটার।