ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

পাকিস্তানে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে ‘চিন্তিত’ বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০১:৩০ পিএম
পিএসএল খেলতে যাওয়া দুই বাংলাদেশি নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুমে তিন ক্রিকেটারকে ছাড়পত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানে যান রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস। 

এদের মধ্যে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন লিটন দাস। তবে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদ রানা এখনো আছেন পাকিস্তানে।

এদিকে, চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন।

জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা দাবি করেছে, ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে তারা। 

এমন পরিস্থিতিতে পাকিস্তানে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটারের বিষয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটার ও বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তাঁরা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’

তবে নিরাপদে থাকলেও এই দুই ক্রিকেটারকে নিয়ে ‘চিন্তিত’ বিসিবি। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান বিসিবির এই কর্তা। 

উল্লেখ্য, এবারের পিএসএলে লাহোরের জার্সিতে ৫ ম্যাচে মাঠে নেমেছেন রিশাদ হোসেন। যেখানে ৯ উইকেট নিয়েছেন এই টাইগার স্পিনার।

পেশোয়ার জালমির সঙ্গে দলে যোগ দিলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি নাহিদ রানার।