ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৫:৩৩ পিএম
মেহেদী হাসান মিরাজ। ছবি-সংগৃহীত

২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এরপরের ১৩ মাসে উন্নতি করেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের ফলস্বরূপ র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার সুবাদে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। 

এটি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান।

এক ধাপ এগিয়ে মিরাজের বর্তমান রেটিং পয়েন্ট ৩২৭। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এর আগে তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ২৯৫।

আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, মিরাজের চেয়ে এগিয়ে আছেন কেবল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার পয়েন্ট ৪০০। 

মিরাজ ছাড়াও শীর্ষ পাঁচে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছেন তিনি।

২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতা মিরাজ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৫তম স্থানে উঠে এসেছেন।

পাশাপাশি বোলিং র‍্যাঙ্কিংয়েও দুই ধাপ উন্নতি করে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। অফ স্পিনার নাঈম হাসান ছয় ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে পৌঁছেছেন।

এদিকে, টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ।