পাকিস্তান ও ভারতের মধ্যকার সামরিক উত্তেজনার কারণে গত ৯ মে থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর এক সপ্তাহ পর আগামী ১৬ মে থেকে আবারও শুরু হতে পারে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক প্রতিবেদনে এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ১৬ মে থেকে আবার আইপিএল শুরু করার ভাবনা-চিন্তা করছে বোর্ড। চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, ৩০ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল।
তবে এখনও দলগুলোকে আইপিএলের পরিবর্তিত সূচী নিয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
বিসিসিআইয়ের এক সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, ‘আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায় ফাইনাল ২৫ মের পরিবর্তে ৩০ মে অনুষ্ঠিত হতে পারে। তবে বাকি ম্যাচগুলো হবে নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে। দলগুলোর কাছে আজ রাতেই সূচি পাঠানো হবে।’
এদিকে গত শুক্রবার আইপিএল বন্ধ হওয়ার পরেই ভারত ছেড়েছেন বিদেশি ক্রিকেটাররা। ফলে নতুন করে টুর্নামেন্টটি শুরু হলেও সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। জানা যায় এরই মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের পুনরায় ভারতে পাঠাবে কিনা তা নিয়ে আলোচনা করছে।