ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

অবসরের সিদ্ধান্তে অনড় কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৫:২২ পিএম
ভারতের ব্যাটার বিরাট কোহলি।ছবি- সংগৃহীত

ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। গুঞ্জন আছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি।

এ নিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি।

তবে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে বিসিসিআই কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।

এমনটি বলছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। যদিও এখন পর্যন্ত কোহলির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তিনি তার সিদ্ধান্তে অনড়।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই সপ্তাহ আগে নির্বাচকদের অবসরের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন কোহলি। তাঁর বক্তব্য ছিল পরিষ্কার-টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।

কোহলি ছাড়াও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। ফলে ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে অভিজ্ঞতার বড় ঘাটতি দেখা দিতে পারে দুই দলের জন্য।

এদিকে, গুঞ্জন আছে, রোহিত শর্মা অবসর নেওয়ায় শুভমন গিলকে নতুন অধিনায়ক করা হতে পারে। তবে কোহলি না থাকলে দলের মিডেল অর্ডার ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে বিসিসিআইকে।

ব্যাটিংয়ের চার নম্বর পজিশনে উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া এখন নির্বাচকদের বড় চ্যালেঞ্জ।

তবে বিসিসিআই আশাবাদী, চূড়ান্ত দল ঘোষণার আগে কোহলি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। ড্রেসিংরুমে তার উপস্থিতি ও অভিজ্ঞতা দলকে সবসময় আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে বলে মনে করে বিসিসিআই।