ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

বাফুফে

রেফারি লাঞ্ছনার ঘটনায় নিষিদ্ধ অভিযুক্তরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১২:১২ পিএম
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রেফারিকে লাঞ্ছিত করেছেন সিটি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। ছবি- সংগৃহীত

বাংলাদেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রেফারির ওপর হামলার ঘটনায় সিটি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

ঘটনার পরপরই ক্লাবকে শোকজ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাঠে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত রোববার, চ্যাম্পিয়নশিপ লিগে সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচ শেষে রেফারি জিএম চৌধুরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযোগ অনুযায়ী, একাধিক খেলোয়াড় ও কর্মকর্তা তাকে মারধর করেন। প্রথম আঘাতে তিনি মাঠে লুটিয়ে পড়েন, পরে আবারও আক্রমণের শিকার হন।

সূত্রে জানা গেছে, সিটি ক্লাবের গোলকিপার কোচ মো. শাহ আলম টুটুল প্রথমে রেফারিকে আঘাত করেন এবং অন্যদের উসকে দেন। খেলোয়াড় মাসুম মিয়া (জার্সি-৯৯), মিজানুর রহমান (জার্সি-৮), আশরাফুল ইসলাম (জার্সি-১) এবং বলবয় মো. ইউনুসের নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শাহ আলম দর্শক পরিচয়ে থেকে সহকারী রেফারিকেও আঘাত করেছেন বলে শোকজে বলা হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে বাফুফে জানিয়েছে, ফুটবল মাঠে এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।