বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৩৪ এএম

ইতিহাস গড়েও পারিশ্রমিক নিয়ে প্রশ্ন, কত পাবেন মুস্তাফিজ? 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৩৪ এএম

ইতিহাস গড়েও পারিশ্রমিক নিয়ে প্রশ্ন, কত পাবেন মুস্তাফিজ? 

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ মুহূর্তে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে তাকে দলে নিয়েছে। গতকাল সামাজিক মাধ্যমে এই ঘোষণা আসার পরই তা দ্রুত ভাইরাল হয় এবং ভারতীয় গণমাধ্যমেও গুরুত্ব পায়।

মুস্তাফিজের সঙ্গে দিল্লির এই চুক্তি বেশ আকর্ষণীয়। এক মৌসুমের জন্য তার পারিশ্রমিক ধার্য করা হয়েছে ৬ কোটি রুপি। তবে প্রশ্ন উঠেছে, মাত্র তিনটি লিগ ম্যাচ বাকি থাকতে আইপিএলে সুযোগ পাওয়া মুস্তাফিজ কি পুরো অর্থ পাবেন?

আইপিএলের নিয়ম অনুযায়ী, বদলি খেলোয়াড় হিসেবে যোগ দেওয়া ক্রিকেটার পুরো পারিশ্রমিক পান না। নীতিমালার ৬.৬ ধারা অনুযায়ী, বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক মূল চুক্তির চেয়ে বেশি হতে পারবে না এবং যোগদানের আগে হয়ে যাওয়া ম্যাচগুলোর অর্থ বাদ দেওয়া হবে।

ফলে মুস্তাফিজ পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও, তিনি সম্ভবত কয়েকটি ম্যাচের পারিশ্রমিকই পাবেন। যদিও এই অঙ্ক কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ হতে পারে।

তবে মুস্তাফিজ আদৌ আইপিএল খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, যেখানে বাংলাদেশের ১৭ ও ১৯ মের শারজাহতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

এই সময়ে দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। প্লে-অফে যাওয়ার লড়াইয়ে থাকা দলটি মুস্তাফিজকে দ্রুত পেতে আগ্রহী।

এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, আইপিএল বা বিসিসিআই তাদের সঙ্গে এনওসি নিয়ে যোগাযোগ করেনি। যদিও সাধারণত আইপিএলের তালিকায় নাম থাকা মানে এনওসি নিশ্চিত হওয়া।

জাতীয় দলের এক কর্মকর্তা মনে করেন, পাঁচজন পেসার থাকায় আমিরাত সিরিজে একজনকে ছাড়া হলে সমস্যা হবে না। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট চাইলে মুস্তাফিজকে ছাড় দিতে পারে। 

তবে বিসিবি সূত্রে জানা গেছে, সম্ভবত ১৯ মে সিরিজের পর আইপিএলে যোগ দিতে পারবেন মুস্তাফিজ। তাই ফিজকে দিল্লির জার্সিতে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!