প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হওয়ার পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল না লিভারপুল। গতকাল সোমবার অ্যামেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে আর্নে স্লটের শিষ্যরা।
এই হারে শিরোপা নিশ্চিতের পর তিন ম্যাচে লিভারপুলের সংগ্রহ মাত্র এক পয়েন্ট।
ম্যাচের শুরুতেই লিভারপুল দুইবার এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি। প্রথমার্ধে হার্ভি এলিয়ট ও ডমিনিক সোবোস্লাইয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে ইয়াসিন আয়ারির গোলে সমতা ফেরায় ব্রাইটন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মোহাম্মদ সালাহর এক অবিশ্বাস্য মিস। লিভারপুলের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে নামা এই মিশরীয় তারকা ৫৪তম মিনিটে কোডি গাকপোর পাস থেকে ছয় গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন।

ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘সালাহ প্রায় পুরো মৌসুমেই অজেয় ছিল। তবে সেও মানুষ, এ রকম মুহূর্ত যে কারো আসতে পারে।’
সালাহর সেই সুযোগ মিসের পর ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় কাওরু মিতোমা গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৮৫তম মিনিটে আরেক বদলি ফুটবলার জ্যাক হিনশেলউড গোল করে ব্রাইটনকে জয় এনে দেন।
যদিও প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়, পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি।
অন্যদিকে, এই জয়ে ইউরোপিয়ান কনফারেন্স লিগে খেলার ক্ষীণ আশা জাগিয়ে তুলেছে ব্রাইটন। তারা এখন অষ্টম স্থানে, নবম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের থেকে তিন পয়েন্ট এগিয়ে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন