ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

লিভারপুল প্যারেডে ভয়াবহ দুর্ঘটনায় আহত বেড়ে ৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৩:২৯ পিএম
খেলোয়াড়দের ছাদখোলা বাসে ট্রফি নিয়ে শহরের কেন্দ্র অতিক্রম করার কিছু সময় পর দুর্ঘটনাটি ঘটে। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে লিভারপুল শহরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ  দুর্ঘটনায় আহত বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন জন শিশু রয়েছেন। 

গতকাল সোমবার সন্ধ্যায় শহরের মূল ফটকে খেলোয়াড়দের ছাদখোলা বাসে ট্রফি নিয়ে শহরের কেন্দ্র অতিক্রম করার কিছু সময় পর দুর্ঘটনাটি ঘটে।

ভিড়ের মধ্যে চারজন গাড়ির নিচে চাপা পড়েন, এবং বেশ কয়েকজন গাড়ীর ধাক্কায় ঘটনাস্থল থেকে দূরে গিয়ে ছিটকে পড়েন। পরবর্তীতে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এদিন সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে পৌঁছায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের উল্লাস তখন দ্রুতই ভয় এবং বিভ্রান্তিতে পরিণত হয়।

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস প্রথম দিকে নিশ্চিত করেছে, ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন শিশু সহ দু'জনের আঘাত গুরুতর। 

এছাড়াও, ২০ জন রোগীকে ওয়াটার স্ট্রিটের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদরে মধ্যে মোট চারজন শিশু আহত হয়েছে।

আটক ও তদন্ত শেষে যা জানাল

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, গাড়ির ৫৩ বছর বয়সী শ্বেতাঙ্গ ব্রিটিশ চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস বলেছেন, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করা হচ্ছে না। এবং এ ঘটনায় আর কারো জড়িত থাকার সম্ভাবনা তারা দেখছেন না।

এ বিষয়ে, লেস উইনসপার (৫৫) নামের এক প্রত্যক্ষদর্শী জানান, লোকেরা গাড়ির জানালায় আঘাত করতে শুরু করলে চালক আতঙ্কিত হয়ে গাড়ি চাপিয়ে দেন।

এরপর গাড়িটি একজন ব্যক্তিকে ধাক্কা মারে, যিনি প্রায় ২০ ফুট উপরে ছিটকে পড়েন। এরপর গাড়িটি আরও কয়েকজনকে পিষে ফেলে। উইনসপার এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেন।

লেস উইনসপারের বন্ধু ক্রেইগ স্টেওয়ার্ড (৫২) এই ঘটনাকে ‘বিশৃঙ্খল’ এবং ‘মানুষের কান্নায় ভরা’ বলে বর্ণনা করেছেন। তাদের মতে, পুরো ঘটনাটি ১ মিনিটের কম সময় স্থায়ী হয়েছিল।

এদিকে, বিবিসি প্রতিবেদক ম্যাট কোল, যিনি তার পরিবারের সাথে প্যারেড দেখতে এসেছিলেন, তিনি জানান, এটি একটি গাঢ় নীল রঙের ছিল, ভিড়ের মধ্যে দিয়ে এসে থামছিল না। তিনি তার মেয়েকে নিয়ে কোনোরকমে লাফিয়ে সরে যেতে সক্ষম হন। 

তিনি আরও বলেন,  এরপর তিনি দেখেন একদল লোক গাড়িটিকে ধাওয়া করছে এবং সেটিতে আঘাত করার চেষ্টা করছে।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি প্রথমে পেছনে গিয়েছিল এবং এরপর ‘ ইচ্ছাকৃতভাবে’ দ্রুত গতিতে ওয়াটার স্ট্রিটে ভিড়ের মধ্যে প্রবেশ করে। 

হ্যারি রশিদ (৪৮) নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাটি তাদের থেকে প্রায় ১০ ফুট দূরে ঘটেছিল। তিনি বলেন, গাড়িটি একটি অ্যাম্বুলেন্সের পাশ থেকে বেরিয়ে আসে এবং দ্রুত গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। 

রশিদ আরও বলেন, ‘এটা ছিল খুবই দ্রুত ২০-৩০ সেকেন্ডের স্থায়ী সময়। প্রাথমিকভাবে আমরা শুধু মানুষের গাড়ির ধাক্কায়  ছিটকে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম।’ 


জরুরি পরিষেবা ও প্রতিক্রিয়া

সেন্ট জন অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের চিকিৎসার জন্য প্রথমে ওয়াটার স্ট্রিটে পৌঁছান। ঘটনাস্থলে উপস্থিত একজন প্রতিবেদক বলেন, ভয়ে আতঙ্কে দুর্ঘটনা-কবলিত ব্যক্তিদেরকে দেখলাম সহকর্মীরা সান্ত্বনা দিচ্ছেন।

পুলিশের ঘেরাওয়ের বাইরে সোনী সিং (৪০) নামের একজন জানান, দুর্ঘটনার পরপরই তিনি একজন আহত কিশোর এবং ১৫-২০ জন লোককে কান্না চোখে ছুটতে দেখেছেন।

এ ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। এবং লিভারপুল এফসি ক্ষতিগ্রস্তদের প্রতি ‘সহানুভূতি ও প্রার্থনা’ জানিয়েছে।

লিভারপুল সিটি অঞ্চলের মেয়র স্টিভ রথেরাম বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত সকলের জন্য, বিশেষ করে যারা আহত হয়েছেন, তাদের জন্য আমার প্রার্থনা। এবং দুর্ঘটনায় কবলিতদেরকে বাঁচাতে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা’

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর রাত সাড়ে ৯টার মধ্যে ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছিল।