আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কনকাশন বদলি নিয়ম এবং ওয়ানডেতে নতুন বল ব্যবহারের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের জুন মাস থেকে টেস্ট ক্রিকেটে, এবং জুলাই মাস থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই নতুন নিয়ম কার্যকর হবে।
চলতি বছরের শুরুতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে কনকাশন নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
তৎকালীন ইংলিশ অধিনায়ক জশ বাটলার ভারতের ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলে পেসার হর্ষিত রানাকে নামানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।
কারণ কনকাশন সাবের নিয়ম অনুযায়ী ‘লাইক-টু-লাইক’ অর্থাৎ ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান এবং বোলারের বদলে বোলার নামানোর কথা।
এই বিতর্ক নিরসনে নতুন নিয়মে প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে ম্যাচ রেফারির কাছে পাঁচজন সম্ভাব্য বিকল্প খেলোয়াড়ের একটি তালিকা জমা দিতে হবে।
এই তালিকায় একজন ব্যাটসম্যান, একজন উইকেটকিপার, একজন পেস বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকতে হবে।
এই তালিকার বাইরে কোনো খেলোয়াড়কে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে, যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড় নিজেও মাথায় আঘাত পান, সেক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকেও একজন 'লাইক-ফর-লাইক' খেলোয়াড়কে অনুমোদন দিতে পারবেন।
টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম ১৭ জুন ২০২৫ তারিখে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে গল টেস্ট দিয়ে কার্যকর হবে। ওয়ানডেতে ২ জুলাই ২০২৫ থেকে এবং টি-টোয়েন্টিতে ১০ জুলাই ২০২৫ থেকে এটি শুরু হবে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই এই নিয়ম চালু হচ্ছে। তবে, এর আগে ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বর্তমান নিয়মই বহাল থাকবে।
ওয়ানডেতে নতুন বল ব্যবহারের নিয়মের পরিবর্তন
কনকাশন নিয়মের পরিবর্তনের পাশাপাশি, ওয়ানডে ক্রিকেটে দুই নতুন বল ব্যবহারের নিয়মেও আইসিসি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বর্তমানে প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহৃত হবে। কিন্তু ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দলকে এই দুই বলের মধ্যে একটি নির্বাচন করতে হবে, যেটি দিয়ে বাকি ওভারগুলো তারা করবে।
এছাড়া, যেসব ওয়ানডে ম্যাচ ২৫ ওভার বা তার কমে হবে, সেই সব ম্যাচে প্রতি ইনিংসে একটি নতুন বলই ব্যবহার করা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন