অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ইতিহাসে। মিউনিখে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিজেদের করে নিয়েছে ফরাসি জায়ান্টরা।
এই মহাবিজয় শুধু নতুন ইতিহাসই গড়েনি, ইউরোপের সর্বোচ্চ মঞ্চে ফাইনালের জয়ের ব্যবধানে পূর্বের সব রেকর্ডও ভেঙে দিয়েছে।
পিএসজির এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সাবেক দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।
রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে বিদায় নেওয়া এমবাপ্পে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বড় দিনের অপেক্ষা শেষ হলো। জয় এবং সেটিও পরিপূর্ণভাবে — অভিনন্দন, পিএসজি!’
উল্লেখ্য, ছয় বছরে পিএসজির হয়ে ছয়টি লিগ শিরোপা ও চারটি করে ফরাসি কাপ ও লিগ কাপ জিতলেও ইউরোপের সেরা ট্রফির স্বাদ পাননি এমবাপ্পে।
এবার তার বিদায়ের মৌসুমেই পিএসজি উঠল ইউরোপের মহাসিংহাসনে।
নেইমারও তার ইনস্টাগ্রাম স্টোরিতে পাঁচটি করতালির ইমোজি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, ক্লাব অধিনায়ক মার্কুইনহোস চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরছেন। ভিডিওটির নিচে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি!’

২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের হাত ধরে যখন পিএসজির নতুন পথচলা শুরু হয়, তখন থেকেই ক্লাবটির প্রধান লক্ষ্য ছিল ইউরোপ সেরা হওয়া।
নেইমার, এমবাপ্পে, মেসিদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে অনেকবার কাছাকাছি এসেও তাদের হতাশ হতে হয়েছে। বিশেষ করে ২০২০ সালে লিসবনে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে যাওয়া ছিল তাদের জন্য এক বড় আক্ষেপ।
তবে এবার আর পিএসজিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ম্যাচের মূল নায়ক ছিলেন ফরাসি কিশোর তারকা দেজিরে দুয়ে। প্রথমে হাকিমির গোলে অ্যাসিস্ট করার পর নিজেই জোড়া গোল করেন তিনি।
এরপর খভিচা ও ১৯ বছর বয়সী বদলি খেলোয়াড় সেনি মায়ুলুর গোলে ৫-০ ব্যবধানে ম্যাচ শেষ করে দেয় পিএসজি। এটিই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন