ইউরোপীয় ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলে বড়সড় ঘোষণা এলো ইংলিশ জায়ান্ট লিভারপুল থেকে। আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই নতুন গোলরক্ষক জর্জিয়ার জাতীয় দলের গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি এবং ইংলিশ গোলরক্ষক ফ্রেডি উডম্যান।
২৪ বছর বয়সী মামারদাশভিলির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছিল আগেই। ২০২৪ সালের গ্রীষ্মে ভ্যালেন্সিয়া থেকে প্রায় ২৫ মিলিয়ন পাউন্ড এবং ৪ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনস দিয়ে তাকে দলে ভেড়ায় লিভারপুল।
তবে চুক্তির শর্ত অনুযায়ী, তিনি ২০২৪-২৫ মৌসুমটি ভ্যালেন্সিয়ায় থেকেই খেলেছেন এবং সেই সময়ের মধ্যেই ক্লাবটি লা লিগায় রেলিগেশন এড়াতে সফল হয়। আজ আনুষ্ঠানিকভাবে তিনি মেরিসিসাইডে পা রাখলেন।
মামারদাশভিলি বলেন, লিভারপুল আমাকে পরবর্তী ১০ বছরের জন্য ক্লাবের গোলরক্ষক হিসেবে দেখছে। আমার কাজ হবে ধৈর্য, কঠোর অনুশীলন এবং নিজেকে প্রমাণ করা।
অন্যদিকে, ফ্রেডি উডম্যান লিভারপুলে যোগ দিয়েছেন বিনামূল্যে, কারণ গতকালই প্রেস্টনের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। উডম্যানকে মূলত স্কোয়াডের গোলকিপিং ডেপথ বাড়ানোর লক্ষ্যে আনা হয়েছে।
এদিকে, নতুন কোচ আর্নে স্লট দায়িত্ব নেওয়ার পর থেকেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে লিভারপুল। ক্লাব রেকর্ড ভেঙে বায়ার লেভারকুজেন থেকে ফ্লোরিয়ান ভির্টজ-কে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানো হয়েছে।
সেই সঙ্গে ডিফেন্স শক্ত করতে জেরেমি ফ্রিমপং ও মিলোস কেরকেজ-কে নেওয়া হয়েছে।
এছাড়া এখনও সম্ভাবনা রয়েছে আরও নতুন নতুন তারকা আসার। গুঞ্জন চলছে, ক্রিস্টাল প্যালেস অধিনায়ক মার্ক গুয়েহি ও ভিক্টর ওসিমহেন, আলেকজান্ডার ইসাক এবং হুগো একিতিকে-র নাম লিভারপুলের স্ট্রাইকার তালিকায় রয়েছে।