আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের দুর্দশা কাটছেই না। ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ১৮৪তম স্থানে নেমে এসেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল।
জুন উইন্ডোতে ভুটানের বিপক্ষে জয় পেলেও এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ১-২ গোলের হতাশাজনক হারই এই অবনতির মূল কারণ।
ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারত।
কিন্তু পরাজয় শুধু সমর্থকদের হতাশই করেনি, দেশের সাবেক তারকা ফুটবলার ও শীর্ষস্থানীয় কোচরা সরাসরি স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের কাবরেরাকে এই হারের জন্য দায়ী করেছেন।
তাদের মতে, কোচের কৌশলগত ব্যর্থতা এবং খেলোয়াড়দের সঠিক নির্দেশনা দিতে না পারাই এই ফলের জন্য দায়ী।
এদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি নিজেদের অবস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপরের স্থানগুলোতে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
উয়েফা নেশন্স লিগ জেতার সুবাদে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল, আর সপ্তম স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। অষ্টম স্থানে অপরিবর্তিত আছে বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে নবম ও দশম স্থানে উঠে এসেছে যথাক্রমে জার্মানি ও ক্রোয়েশিয়া।
আপনার মতামত লিখুন :