ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা ওয়েস্ট ইন্ডিজের, স্টার্কের বিশ্ব রেকর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৮:৩৯ এএম
হ্যাটট্রিক করেছেন স্কট বোলান্ড। ছবি- সংগৃহীত

নিজের শততম টেস্ট খেলতে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন মিচেল স্টার্ক। ক‌্যারিয়ার সেরা বোলিং করে ছুঁয়েছেন ৪০০ উইকেটের মাইলফলক। আর তার ঐতিহাসিক ম‌্যাচটি আরও স্মরণীয় করে রাখল অজিরা। মাত্র ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছে তারা। 

স্টার্ক নিজের প্রথম ওভারেই তুলে নেন তিনটি উইকেট, এরপরই ইতিহাস। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়ে ফেলেন এই পেসার, আর সেই পথেই পূর্ণ হয় তার ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক।

স্টার্কের এই বিধ্বংসী স্পেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে চোখের পলকে, যা অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পথ সুগম করে।

এরপর মঞ্চে আসেন স্কট বোলান্ড। তিনিও রেখে গেলেন নিজের ছাপ—হ্যাটট্রিক! জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে এক ওভারেই ফিরিয়ে দিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ২৬/৯ বানিয়ে দেন।

সেই মুহূর্তে ক্যারিবীয়দের সামনে ভেসে উঠেছিল টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড—১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড।

তবে সেই লজ্জা তারা এড়ায় একটুর জন্য—গালিতে স্যাম কনস্টাসের একটি মিস ফিল্ডে এক রান পায় ওয়েস্ট ইন্ডিজ, হয়ে যায় ২৭। কিন্তু পরের বলেই আবার স্টার্ক! তুলে নেন শেষ উইকেট, আর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পর্দা নামিয়ে শেষ করেন ব্যক্তিগত সেরা ৬/৯ বোলিং ফিগার নিয়ে।

পুরো ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ১৪.৩ ওভারেই অলআউট—এটি আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ও বিব্রতকর এক ইনিংস।