বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:৫৩ পিএম

সিরিজ নির্ধারণী ম্যাচে শামীমের অনিশ্চয়তা, নাঈমের সুযোগ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:৫৩ পিএম

শামীম পাটোয়ারী। ছবি- সংগৃহীত

শামীম পাটোয়ারী। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের হতাশা ভুলে ডাম্বুলায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনার পর আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টাইগাররা। 

এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়ার পাশাপাশি দীর্ঘদিনের সিরিজ হারের বৃত্ত ভাঙার সুযোগ লিটন দাসদের সামনে।

আজ বুধবার (১৬ জুলাই) সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

আগের দুই ম্যাচে মিশ্র অভিজ্ঞতার পর শেষ ম্যাচে বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ‘উইনিং কম্বিনেশন’ ভাংতে চায় না টিম ম্যানেজমেন্ট। 

অর্থাৎ দ্বিতীয় টি-টোয়েন্টিতে যে দল জয় এনে দিয়েছে, আজ সেই দলই অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

তবে একটি জায়গায় কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফর্মে থাকা ব্যাটসম্যান শামীম পাটোয়ারী মঙ্গলবার অনুশীলনে অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না। 

যদি তিনি আজ সুস্থ হয়ে মাঠে নামতে না পারেন, তবে তার জায়গায় মোহাম্মদ নাঈম শেখের খেলার সম্ভাবনা রয়েছে। 

সংক্ষিপ্ত ফরম্যাটে টিম টাইগার্স তাদের শেষ সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করে।  

এর আগে গত বছরের শেষদিকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশ।

তবে এর পরই তারা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। গত মে মাসে আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

এর পরের সপ্তাহে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত খেলা সাতটি ম্যাচের চারটিতে জয় পেয়েছে টাইগাররা, যেখানে শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচ। 

সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল ১৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ৭টি এবং শ্রীলঙ্কা ১২টি ম্যাচে জয় লাভ করেছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!