সপ্তাহখানেক ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (AGM) ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এর ভেন্যু-ঢাকা। শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভায় অংশ না নেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত তারা ভার্চুয়ালি অংশ নিতে রাজি হয়েছে। এ ছাড়া আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালও সভায় অংশ নিচ্ছে, কেউ সরাসরি, কেউ অনলাইনে।
এসিসির এই গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হচ্ছে ২৪ ও ২৫ জুলাই ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে।
তিনি আরও জানান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। শ্রীলঙ্কা, নেপাল এবং ভারত অনলাইনে সভায় যুক্ত হবেন। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কারও অংশগ্রহণ না থাকছে না এইবার।
ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বিসিবি সভাপতি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং এখনো আছে। দুই বোর্ডের মধ্যে সিরিজ স্থগিত হলেও আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময় ঠিক করা হয়েছে।
উল্লেখ্য, এই এসিসি সভায় আসন্ন এশিয়া কাপ ২০২৫ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও, পাকিস্তান সেখানে খেলতে না যাওয়ার অবস্থান নিয়েছে। ফলে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নিয়ে চলছিল অনিশ্চয়তা। ঢাকায় আয়োজিত এই সভায় হয়তো মিলবে তার নিরসন।
আপনার মতামত লিখুন :