সম্প্রতি ইনস্টাগ্রাম চালু করছে একটি নতুন সুবিধা-অটো স্ক্রল। এই নতুন পদ্ধতিতে রিলস একটির পর একটি নিজে থেকেই চলতে থাকবে, ব্যবহারকারীকে আর আলাদাভাবে হাত দিয়ে টেনে নামাতে হবে না।
বর্তমানে এ সুবিধাটি পরীক্ষামূলকভাবে কিছুসংখ্যক আইফোন ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। কোনো একটি রিল খুলে নিচের ডান পাশে থাকা তিনটি বিন্দুতে চাপ দিলে দেখা যাবে ‘অটো স্ক্রল’ চালু করার বিকল্প। একবার চালু করলেই ভিডিওগুলো একের পর এক চলবে নিজের মতো।
এই সুবিধা বিশেষভাবে সহায়ক হবে তাদের জন্য, যারা রান্না, হাঁটা বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকার সময়েও ভিডিও দেখতে চান।
ইনস্টাগ্রাম জানিয়েছে, শিগগির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা উন্মুক্ত করা হবে। শুধু রিলস নয়, সাধারণ ছবির বা লেখার পোস্টের ক্ষেত্রেও এই সুবিধা পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে ব্যবহারকারীদের ম্যানুয়ালি স্ক্রল না করেও সবকিছু দেখা সম্ভব হয়।
মেটা মনে করছে, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ধারাবাহিক ও সাবলীল হবে। তবে অনেকেই আশঙ্কা করছেন, এটি অযথা দীর্ঘ সময় ধরে ভিডিও দেখার প্রবণতা বাড়িয়ে দিতে পারে, যা সময় ও ডেটার অপচয়ের কারণ হতে পারে।
বর্তমান প্রতিযোগিতার বাজারে অন্যান্য সামাজিক মাধ্যমে যেমন ছোট ভিডিও দেখার এ ধরনের সুবিধা আগে থেকেই রয়েছে, ইনস্টাগ্রামও এবার সে পথেই হাঁটছে।
এই নতুন সুবিধা যেমন উপভোগের অভিজ্ঞতা বাড়াবে, তেমনি নিজের সময় ব্যবস্থাপনাতেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আপনার ব্যবহারযোগ্য হলে, সেটি আপনার দৈনিক সময় ব্যয়ের ওপর কী প্রভাব ফেলছে তা খেয়াল রাখা উচিত।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন