রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:০৭ পিএম

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:০৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান। ছবি- সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকায় (কজলিস্ট) এ আপিল শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ১৫ জুলাই আপিলের জন্য ১৭ জুলাই দিন ধার্য করা হয় এবং ওইদিন আপিল শুনানি শুরু হয়। পরে আদালত শুনানি অব্যাহত রাখতে ২৪ জুলাই নতুন দিন নির্ধারণ করলেও সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। আজকের শুনানি সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

গত বছরের ১ ডিসেম্বর উচ্চ আদালত বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডসহ যাবজ্জীবন সাজার রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন। ওই রায় দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এই রায়ের ফলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিরা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পান। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি (লিভ টু আপিল) পায় এবং ১ জুন তা মঞ্জুর করেন আপিল বিভাগ।

লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয় ১৫ মে এবং ২৮ মে শুনানি শেষে তা গ্রহণ করে আপিল বিভাগ। এরপর ১৭ জুলাই চূড়ান্ত শুনানির দিন ধার্য করে আদালত রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেন।

গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হত্যা ও বিস্ফোরক মামলার পৃথক দুটি ৭৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ভিত্তিতে রাষ্ট্রপক্ষ পৃথকভাবে আপিল আবেদন করে, যা ১৩ মার্চ চেম্বার আদালতের মাধ্যমে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের একটি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বর্বর ও নৃশংস হামলা হিসেবে বিবেচিত।

Shera Lather
Link copied!