দেশের বাইরে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি বছরের ৫ মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।
দুদক জানায়, শেখ আবদুল হান্নানের নামে থাকা রাজধানীর খিলক্ষেতে তিনটি ফ্ল্যাট এবং পল্লবীতে একটি প্লট ক্রোকের আদেশ দেয় আদালত। এর বাইরে নারায়ণগঞ্জে দুটি দলিলে কেনা প্রায় ছয় শতক জমি ক্রোকের আদেশ আসে।
শেখ আবদুল হান্নানের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেছিল দুদক। আদালত ওই আবেদনও মঞ্জুর করেন।
তারআগে শেখ আবদুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
ওই সময় দুদক আদালতকে জানিয়েছিল, বিমানবাহিনীর সাবেক এই প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
সবশেষ আজ দুদক সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বাইরে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে তারা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন