কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানি এক চিকিৎসকের লাগেজে ৬৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় তাকেসহ মূল হোতা পাইলটকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে খবর গালফ নিউজের।
রোববার (২৭ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে পাকিস্তানি নাগরিক ওই চিকিৎসক।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, কুয়েতি এক পাইলট এই গোলাবারুদ তাকে সরবরাহ করেছে। এসব তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই পাইলটকে বিমানবন্দর থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে পাইলটও চিকিৎসকের বক্তব্যের সত্যতা স্বীকার করে নেন।
পরে পাইলটের বাড়ি ও গাড়িতে তল্লাশি এবং অভিযান চালিয়ে তদন্তকারীরা ৫০০ রাউন্ড অবৈধ গুলি, ৮৭ বোতল মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই অভিযুক্তকে জনসুরক্ষা আইনে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। এই দুই গ্রেপ্তার দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ।
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহর নির্দেশে গত কয়েক দিনে ১৯২ পলাতক ও আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন