সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৪১ পিএম

নেপাল সফরে দলের সাথে থাকবেন কি হামজা-শমিত?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৪১ পিএম

হামজা চৌধুরী ও শমিত সোম। ছবি- সংগৃহীত

হামজা চৌধুরী ও শমিত সোম। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ার নেতৃত্বে এই সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। এ উপলক্ষে আগামী ১৩ আগস্ট থেকে ঢাকায় আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে।

তবে এই সফরে দলের সঙ্গে থাকছেন না লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগের শমিত শোম। হামজা চৌধুরী তার ক্লাব লিস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ব্যস্ত থাকবেন। 

সাধারণত ক্লাবগুলো চ্যাম্পিয়নশিপ চলাকালীন খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ছাড়পত্র দেয় না। অন্যদিকে, শমিতেরও সেপ্টেম্বর মাসে কাভালরি সিটির হয়ে লিগ ম্যাচ রয়েছে।

জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দলের সমান্তরাল প্রস্তুতি নির্বিঘ্নে পরিচালনার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের জন্য আলাদা দুটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় দলের উপ-কমিটিতে রয়েছেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ এবং মুকিতুর রহমান। অন্যদিকে, অনূর্ধ্ব-২৩ দলের উপ-কমিটিতে আছেন ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেন। চলতি বছরের ২২ জুলাই অনুষ্ঠিত সভায় এই দুটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, জাতীয় দলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলও। সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নেবে তারা। 

এই টুর্নামেন্টকে সামনে রেখে গত শুক্রবার থেকেই শুরু হয়েছে যুব দলের আবাসিক ক্যাম্প। 

জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট শুরুর বিষয়টি উল্লেখ করে বাফুফে একটি চিঠিও ইস্যু করেছে। দুটি উপ-কমিটির জন্য আলাদা করে পাঠানো এই চিঠিতে বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল এবং ইমরুল হাসানের যৌথ স্বাক্ষর রয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!