সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায়, টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অনুরোধে একটি প্রস্তুতিমূলক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রাথমিকভাবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি। তাই বিকল্প হিসেবে নেপাল এবং নেদারল্যান্ডসের মতো সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে বিসিবি।
এরই ফলস্বরূপ, নেদারল্যান্ডস বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নেদারল্যান্ডস ক্রিকেট দল চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে এবং দুই দলের মধ্যে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
যদিও আনুষ্ঠানিকভাবে তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, সিরিজটি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেন, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছে। তারা বাংলাদেশে সিরিজ খেলতে আসতে রাজি হয়েছে।
তবে এখনও সমঝোতা চুক্তি সম্পন্ন না হওয়ায় তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়নি। চুক্তি সম্পন্ন হলেই আমরা বিস্তারিত জানাতে পারব।
আপনার মতামত লিখুন :