ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ০৪ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এ দিনটি ক্রিকেটের পাতায় বিশেষ স্থান অধিকার করে আছে অসাধারণ ঘটনাবলী ও কিংবদন্তিদের মাধ্যমে।
চলুন ফিরে দেখা যাক আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ক্রিকেটীয় মুহূর্ত।
লর্ডস ক্রিকেট মাঠে এক অভিনব ইতিহাস (১৯৭৫)
মাইকেল অ্যাঞ্জেলো নামে একজন জাহাজের বাবুর্চি লর্ডস ক্রিকেট মাঠে এক অভিনব ইতিহাস সৃষ্টি করেছিলেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রায় গড়িয়ে আসছিল ফলশূন্য অবস্থায়।
তখন এই ব্যক্তি মদ্যপানে উৎসাহী হয়ে একটি বাজির কারণে তার পোশাক খুলে দিয়ে মাঠে দৌঁড়ে প্রবেশ করেন। খেলোয়াড়রা অবাক হয়ে হাসির রোল ধরেন, কিন্তু পরে অ্যাঞ্জেলোকে গ্রেপ্তার করে জরিমানা করা হয়।
যা তার বাজির পরিমাণের সমপরিমাণ ছিল। বিখ্যাত কমেন্টেটর জন আরলট তখন বলেছিলেন, এটা এক ধরনের ফ্রিকার।
অ্যান্ড্রু স্টডার্টের বিশ্বরেকর্ড (১৮৮৬)
হ্যাম্পস্টেড ক্লাব ম্যাচের এক ইনিংসে ৪৮৫ রান করে বিশ্বরেকর্ড গড়েন অ্যান্ড্রু স্টডার্ট। ম্যাচের আগের রাতে তিনি কার্ড খেলেছিলেন ও সকালে সাঁতার দিয়ে সতেজ হয়েছিলেন বলেও জানা যায়।
এরপর এই রেকর্ডগড়া ইনিংস শেষে টেনিস খেলে, খাবার খেয়ে থিয়েটারেও যান।
লর্ডসের মাঠে প্রথমবারের মতো নারীরা (১৯৭৬)
আজকের এ দিনে লর্ডসের মাঠে প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের খেলতে দেওয়া হয়। ওই খেলায় ইংল্যান্ড নারী দল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের ব্যবধানে হারায়।
যদিও প্যাভিলিয়নে নারীদের প্রবেশ নিষেধ ছিল, খেলোয়াড়দের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা পরবর্তীতে ২২ বছর পর উঠে যায়।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা (২০১৮)
এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। বিরাট কোহলি ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বেন স্টোকস তাকে গুরুত্বপূর্ণ সময়েই আউট করেন।
ওই সময়ের নতুন ক্রিকেটার স্যাম কারান ইংল্যান্ডের পক্ষে ব্যাট হাতে ৬৩ রান ও বল হাতে পাঁচ উইকেট নেন। ভারতের বাকি ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
অ্যাশেজ সিরিজ জয় (২০০১)
আজকের এদিনে অস্ট্রেলিয়া আসরে সাতটি জয়ের রেকর্ড গড়ে আবারো অ্যাশেজ সিরিজ নিজেদের করে নেয়। ট্রেন্ট ব্রিজে নির্ধারিত ১৫৮ রানের লক্ষ্য পিছু নিয়েও মাঝপথে দুশ্চিন্তায় ছিল দলটি।
তবে মার্ক ওয়াহ্ ও ড্যামিয়েন মার্টিনের ব্যাটিং ইংলিশ সমর্থকদের চুপ করিয়ে দেয় সেদিন।
আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয় (২০২০)
আজকের দিনে সাউথাম্পটনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সেদিন ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও অ্যান্ডি বালবিরনি।
সেদিন ইংল্যান্ডের অধিনায়ক এয়োন মরগ্যানও দুর্দান্ত শতক করেন। এই জয় আয়ারল্যান্ডের বড় দলগুলোর বিরুদ্ধে প্রথম ওয়ানডে জয় ছিল ২০১৫ বিশ্বকাপের পর।
মাইক অ্যাথারটন দারুণ ইনিংস (১৯৯৪)
মাইক অ্যাথারটন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলে ৯৯ রানের এক দারুণ ইনিংস খেলেন। যা তার ফিরে আসার ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে রইল।
আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।
আপনার মতামত লিখুন :