বিশ্ব গেমস চলাকালীন সময় গত শুক্রবার চীনের চেংডুতে আয়োজিত ওরিয়েন্টিয়ার প্রতিযোগিতায় হঠাৎ অচেতন হয়ে পড়েন ইতালির তরুণ ওরিয়েন্টিয়ার অ্যাথলেট মাত্তিয়া দেবেরতোলিস (২৯)। চার দিনের চিকিৎসার পর আজ সে মৃত্যুবরণ করেন।
বিশ্ব গেমসের আয়োজকরা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানান, তাকে দ্রুত বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
ইন্টারন্যাশনাল ওরিয়েন্টিয়ার ফেডারেশনের (আইওএফ) প্রেসিডেন্ট টম হ্যালোয়েল মাত্তিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, মাট্টিয়ার এই অপ্রত্যাশিত মৃত্যুর শোক আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।
মাত্তিয়া ডেবের্তোলিস মধ্যদূরত্বের পুরুষ বিভাগের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। তবে, তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
ওরিয়েন্টিয়ার একটি বহিরঙ্গন খেলা, যেখানে প্রতিযোগীরা মানচিত্র ও কম্পাসের সাহায্যে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য দৌড়ায়। এই খেলায় শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক তীক্ষ্ণতাও জরুরি।
দেবেরতোলিস ছিলেন ইতালির জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।
একজন দক্ষ অ্যাথলেট হওয়ার পাশাপাশি তিনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত। এবং স্টকহোমের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।
বিশ্ব গেমস আয়োজকরা জানিয়েছেন, তারা দেবেরতোলিসের পরিবার ও ওরিয়েন্টিয়ার সম্প্রদায়কে সর্বাত্মক সহায়তা করে যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন