ভারতের জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ ঘিরে আলোচনা যেন থামছেই না।
বিচ্ছেদের রায় ঘোষণার দিন আদালতে হাজির হয়ে চাহাল পরে এসেছিলেন একটি টি-শার্ট, যাতে লেখা ছিল Be Your Own Sugar Daddy মানে ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। আর সেই টি-শার্টকে ঘিরেই জন্ম নেয় নতুন বিতর্ক।
ধনশ্রী বলেন, বিচ্ছেদের দিনটি ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। আদালতের ভেতরে তিনি মানসিকভাবে প্রস্তুত থাকলেও, রায় ঘোষণার পর নিজেকে ধরে রাখতে পারেননি।
সবার সামনে হাউমাউ করে কেঁদে ফেলেন। তার ভাষ্যমতে, আদালতের ভেতরে কান্নায় ভেঙে পড়লে চাহাল সবার আগে সেখান থেকে বেরিয়ে যান।
আদালতের বাইরে এসে যখন তিনি চাহালের পরা টি-শার্টটি দেখেন, তখন তিনি অবাক হয়ে যান। ওই টি-শার্টে লেখা ছিল ‘Be Your Own Sugar Daddy’।
এ প্রসঙ্গে ধনশ্রী বলেন, আমি যখন আদালত থেকে বেরিয়ে আসি, তখন বাইরে ভিডিও দেখে জানতে পারি।
তিনি বলেন, আরে ভাই, এটা তো হোয়াটসঅ্যাপে পাঠানো যেত! টি-শার্ট পরে জনসমক্ষে জানানোর কী দরকার ছিল?
ধনশ্রী আরও বলেন, এই ধরনের ঘটনায় সব সময় নারীদেরকেই সমালোচনার শিকার হতে হয়। তাই তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে এই বিতর্কের দায়ভার তার ওপরই আসবে।
২০২০ সালের ডিসেম্বরে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা বিয়ে করেন। কিন্তু বিয়ের দেড় বছরের মাথায় ২০২২ সালের জুনে তারা আলাদা হয়ে যান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং মার্চে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর হয়।
বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন সময়ে এমন গুজব ছড়িয়েছিল যে, ধনশ্রী নাকি ৬০ কোটি টাকা খোরপোশ হিসেবে চেয়েছেন। যদিও ধনশ্রীর পরিবার এই গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তারা জানিয়েছে, এই ধরনের খবর তাদের দুই পরিবারকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে এবং এই ধরনের কোনো টাকার দাবি করা হয়নি বা আলোচনাও হয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন