পাকিস্তান ক্রিকেটের এক সময়ের মারকুটে ব্যাটার উসমান খানের ক্যারিয়ার এখন গভীর অনিশ্চয়তায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য ঘোষিত সেন্ট্রাল কন্ট্রাক্ট তালিকায় জায়গা হয়নি তার।
এর সঙ্গে যোগ হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের আরোপিত পাঁচ বছরের নিষেধাজ্ঞা। ফলে পাকিস্তান কিংবা ইউএই—দুই জায়গাতেই খেলার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে এ ব্যাটারের জন্য।
২০১৭ সালে করাচি কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন উসমান খান। তবে পর্যাপ্ত সুযোগ না পেয়ে তিনি ইউএইতে পাড়ি জমান এবং সেখানেই নিজেকে নতুনভাবে গড়ে তোলেন।
পরবর্তীতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে মুলতান সুলতানসের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করেন এবং বাবর আজমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।
কিন্তু পিএসএল-৯ শেষ হতেই সবকিছু ভিন্ন মোড় নেয়। পাকিস্তান দলে খেলার প্রস্তাব গ্রহণের পর ইউএই ক্রিকেট তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং ২০২৪ সালে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
পাকিস্তান জার্সি গায়ে বড় প্রত্যাশা তৈরি হলেও মাঠের পারফরম্যান্সে তা পূরণ করতে পারেননি উসমান। পিএসএল-১০ এ মাত্র ৮ ম্যাচে করেন ২১৩ রান, যা ভক্ত ও বিশেষজ্ঞদের কাছে বড় হতাশা।
গত বছর পিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টের ‘ডি’ ক্যাটাগরিতে থাকলেও এ বছর একেবারেই বাদ পড়েছেন তিনি। ফলে পাকিস্তান ক্রিকেটও তাকে নিয়ে আর কোনো পরিকল্পনা করছে না বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় দলের হয়ে ১৯টি টি-টোয়েন্টি খেললেও উসমানের সংগ্রহ মাত্র ২৩৯ রান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন