২০২৫ আইপিএলের মাঝপথে মাত্র ২.২ কোটি রুপিতে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভিড়িয়ে অনেকের চোখে ‘হতাশাজনক পদক্ষেপ’ নিয়েছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
কিন্তু চার-পাঁচ মাসের ব্যবধানে সেই সিদ্ধান্তই এখন দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম সেরা কৌশল এবং নিখুঁত এক মাস্টারস্ট্রোক।
আইপিএল ২০২৬ মৌসুমে প্রবেশ করার আগে সিএসকের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—এই দক্ষিণ আফ্রিকান তরুণকে কি রিটেন করা হবে, নাকি নিলামে ছেড়ে দেওয়া হবে?
ব্রেভিস এখন আর ‘অপরিচিত প্রতিভা’ নন, বরং টি-টোয়েন্টির প্রতিষ্ঠিত নাম। পাঁচবারের চ্যাম্পিয়নরা তাই তাকে ধরে রাখতে চাইবে যে কোনো মূল্যে।
আইপিএল ২০২৫-এ ব্রেভিস ৬ ইনিংসে করেন ২২৫ রান, স্ট্রাইক রেট ছিল ১৮০। শুধু দ্রুত রানই নয়, তিনি গড়পড়তা ৩৮ রান করে প্রতিবারই দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শীর্ষক্রমের বদলে সিএসকে তাকে ব্যবহার করেছে মিডল-অর্ডারে, আর সেখানেই তিনি বদলে দিয়েছেন ম্যাচের রূপ।
শুধু আইপিএল নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন তিনি। ৩ ম্যাচে করেছেন ১৮০ রান, স্ট্রাইক রেট ২০৪.৫৪। বিশ্বমানের বোলারদের বিপক্ষে এই সাফল্য ব্রেভিসের বাজারমূল্য আমূল বদলে দিয়েছে।
আইপিএল ২০২৫ এবং আন্তর্জাতিক পারফরম্যান্স মিলিয়ে অনুমান করা হচ্ছে, নিলামে উঠলে ব্রেভিসের দাম ১২-১৫ কোটি রুপির মধ্যে যেতে পারে। রিটেনশন করলে অন্তত ৮-১০ কোটি রুপি খরচ করতে হবে সিএসকেকে।
অর্থাৎ, তাকে ধরে রাখতে ৪৫০-৫০০% বেশি খরচে রাজি হতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
তবে বিকল্পটা আরও কঠিন—রিটেন না করলে তিনি নিলামে চলে যাবেন, আর সেখানে দাম আরও বেশি হওয়ার আশঙ্কা প্রবল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন