ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ, ভারত বনাম পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে দুই দলই আত্মবিশ্বাসী।
ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়েছিল। এরপর মাত্র ৪.৩ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। অন্যদিকে, পাকিস্তানও ওমানকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
রাজনৈতিক টানাপোড়েনের পটভূমিতে এই ম্যাচের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়েছে। ক্রিকেট বিশ্বে ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি আকর্ষণ, আর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সেই রোমাঞ্চকর দ্বৈরথ দেখার অপেক্ষায় কোটি দর্শক।
জানা গেছে. পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামাতে পারে ভারত। ধীরগতির উইকেটে বোলিং আক্রমণ সাজানো হচ্ছে স্পিননির্ভরভাবে।
অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে পাকিস্তান একটি পরিবর্তন আনতে পারে। গতি আক্রমণ শক্তিশালী করতে হারিস রউফ ফিরতে পারেন।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন