টানা দ্বিতীয়বার সৌদি লিগের গোল্ডেন বুট জিতলেন ফুটবল কিংবদন্তি রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে সৌদি প্রো লীগ ২০২৪-২৫ মৌসুমের গোল্ডেন বুট তুলে দিয়েছেন সৌদি আরবের কিংবদন্তি ফুটবলার মাজেদ আবদুল্লাহ।
টানা দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করলেন আল নাসরের অধিনায়ক। গত মৌসুমে ৩০টি লিগ ম্যাচে ২৫ গোল করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
এর আগে ২০২৩-২৪ মৌসুমে রোনাল্ডো ৩১ ম্যাচে ৩৫ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন।
সৌদি প্রো লীগের ইতিহাসে নাসের আল শামরানি, ওমর আল সোমাহ এবং আবদের্রাজাক হামদাল্লাহর পর রোনাল্ডো চতুর্থ খেলোয়াড় হিসেবে একাধিকবার শীর্ষ গোলদাতার সম্মান পেলেন।
২০২৩ সালের ডিসেম্বরে আল নাসরে যোগদানের পর থেকে রোনাল্ডো ক্লাবটির হয়ে ৭৭ ম্যাচে ৭৪ গোল করেছেন। তার উপস্থিতি শুধু গোল করার ক্ষেত্রেই নয়, দলের সামগ্রিক মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই মৌসুমে জোয়াও ফেলিক্স, কিংসলি কোমান এবং ইনিগো মার্টিনেজের মতো তারকা খেলোয়াড়দের আগমনে আল নাসরের আক্রমণভাগ ও রক্ষণভাগ উভয়ই আরও শক্তিশালী হয়েছে।
নতুন মৌসুমের প্রথম হোম ম্যাচে আল নাসর ২-০ গোলে আল খোলুদকে হারিয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন