লামিন ইয়ামাল, এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা। বয়স মাত্র ১৮ হলেও ফুটবল মাঠে তার পারফরম্যান্স ইতোমধ্যে তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আর এই অসাধারণ প্রতিভার স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয়বারের মতো জিতে নিলেন কোপা ট্রফি।
এই পুরস্কারটি দেওয়া হয় ২১ বছরের কম বয়সী সেরা ফুটবলারকে। এর মাধ্যমে তিনি গড়লেন এই পুরস্কারের ইতিহাসে নতুন এক রেকর্ড।
কোপা ট্রফির ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় টানা দুইবার এই পুরস্কার জিততে পারেননি। ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে ম্যাথিয়াস ডি লিখট, ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং গত বছর জুড বেলিংহ্যাম এই ট্রফি জিতেছিলেন।
ইয়ামালই প্রথম খেলোয়াড় যিনি পরপর দুই বছর এই পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করলেন।
পুরস্কার জেতার পর ইয়ামাল তার অনুভূতি প্রকাশ করে বলেন, 'টানা দ্বিতীয়বারের মতো এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের। আমি বার্সেলোনা, জাতীয় দল, আমার পরিবার, সতীর্থ এবং বিশেষ করে কোচ হ্যান্সি ফ্লিককে ধন্যবাদ জানাতে চাই।'
এবারের কোপা ট্রফি জয়ের দৌড়ে ইয়ামালের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সতীর্থ পাউ কুবারসি, পিএসজির জোয়াও নেভেস ও দেজ্যের দুয়ে, ব্রাজিলের এস্তেভাও উইলিয়ান ও তুরস্কের কেনান য়িলদিজ। সবাইকে পেছনে ফেলে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এই তরুণ ফুটবলার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন